২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

বিরলে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আমাদের প্রতিদিন
1 month ago
105


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরলে ৫৩ তম জাতীয় সমবায় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ-বিষয়ক প্রতিপাদ্য নিয়ে এবার দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে র‌্যালি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা। উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক—কর্মচারী কো—অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) এর চেয়ারম্যান একরাম হোসেন তালুকদার, বিরল কো—অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর চেয়ারম্যান লুৎফর রহমান চৌধূরী। সমবায়ীদের মধ্যে বিত্তহীন ভাগ্যদ্বয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড (বিভিএস) এর সদস্য আব্দুস সাত্তার, শংকরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক মোঃ শাহিন হাওলাদার।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth