ইউনানী চিকিৎসার ভূমিকা শীর্ষক জাতীয় সেমিনার ও বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ইউনানী চিকিৎসার ভূমিকা শীর্ষক জাতীয় সেমিনার ও বিভাগীয় সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে নগরীর সিও বাজার সংলগ্ন নিয়ামতের সম্মেলন কক্ষে বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশনের আয়োজনে ও সেঞ্চুরী ল্যাবরেটরীজ’র (ইউনানী) সৌজন্যে জাতীয় সেমিনার ও বিভাগীয় সম্মেলনে সভাপতিত্ব করেন বিইউএমএ রংপুর জেলা শাখার সভাপতি ও ডাঃ আব্দুল গনি ইউনানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হাকীম মোঃ মোকছেদুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক আহসান হাবীব। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বিইউএমএ কেন্দ্রীয় পরিষদের মহাসচিব ও তিব্বিয়া হামিদিয়া কলেজের অধ্যক্ষ হাকীম আ.খ. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডা. নঈম উদ্দিন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষদ পরিদর্শক মোকছেদুল আমীন, বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিনের সদস্য কবিরাজ রঞ্জন কুমার দেব।
সেমিনারের শুরুতে অতিথি বরণ, পবিত্র কোরআন তেলোয়াত শেষে ইউনানী চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।