রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
কতিপয় শ্রমিক নামধারী স্বার্থন্বেষী মহল কতৃক রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন (যাহার রেজিঃ নং)-১১৬৩, নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও শ্রমিকরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। শনিবার (০২ নভেম্বর) বেলা ১২ টায় নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রতিবাদ সমাবেশে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম রাজার সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবু । এ সময় তিনি বলেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন একটি বৈধ কমিটি। এই বৈধ কমিটি নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে দাতভাঙ্গা জবাব দেবে শ্রমিকরা। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কোষাধক্ষ্য মোঃ শাহরিয়ার হোসেন বিটুল, সড়ক সম্পাদক সাদেক আলী সহ সকল নেতৃবৃন্দ। এ সময় শতাধীক শ্রমিক উপস্থিত ছিলেন।