তারাগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে রংপুরের তারাগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আজ (২ নভেম্বর) শনিবার সকাল ১০টায় সমবায় বিভাগ ও স্থানীয় উপজেলার সমবায়ী আয়োজিত ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে মিলিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুবেল রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান শিপু, উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, তারাগঞ্জ হাটবাজার সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য জয়নাল আবেদীন আপন, তারাগঞ্জ কারিগরি বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক আল আমিন প্রমুখ।