রংপুরে জাতীয় পার্টির প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র, মিথ্যাচার, কেন্দ্রীয় অফিসে অগ্নিসংযোগ ও সমাবেশে বাধা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগর কমিটি ও তার অঙ্গ সহযোগি সংগঠন।
আজ (০২ সেপ্টেম্বর) শনিবার দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রতিবাদ মিছিলটি নগরীর পায়রা চত্ত্বর, জাহাজ কোম্পানীর মোড়, বেতপট্টি, সুপার মার্কেট, সিটি বাজার, পাবলিক লাইব্রুেরী ও পুলিশ লাইন্স হয়ে পুনরায় পায়রা চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি কো-চেয়ারম্যান, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মো: মোস্তাফিজার রহমান মোস্তফা।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো: লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংঘঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো: হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সদস্য এ্যাড. মোকাম্মেল হক চৌধুরী, রংপুর মহানগর যুগ্ন সাধারন সম্পাদক মো: আনিসুর রহমান আনিস, কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো: ফারুক হোসেন মন্ডল, জাতীয় শ্রমিক পাটি রংপুর মহানগর সভাপতি রাজু আহমেদ, সাধারন সম্পাদক মজাহারুল ইসলাম মন্টু জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক আলমগীর হোসেন জসিম, জাতীয় অটো শ্রমিক পার্টি রংপুর মহানগর সভাপতি তসলিম উদ্দিন প্রধান উচ্ছল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহবায়ক ইউসুফ আহমেদ ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা হীরাসহ নগরীর বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং সমর্থকবৃন্দ।