২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

গঙ্গাচড়ায় পলিথিন বন্ধে সচেতনতামূলক অভিযান

আমাদের প্রতিদিন
1 month ago
179


গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় পলিথিন বন্ধে সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। তিনি শনিবার দুপুরে গঙ্গাচড়া ও মন্থনা বাজারে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক মূল্যে বিক্রয়, পাকা রশিদ সংরক্ষণ না করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ টি দোকানে ৫ হাজার ৫'শ টাকা জরিমানা করেন। এছাড়াও তিনি সরকারি আদেশ অমান্য করে পলিথিন ব্যাগ ব্যবহার করায় ১টি দোকানে ২'শ টাকা জরিমানা করেন এবং ৩ কেজি পলিথিন ব্যাগ জব্দ করেন। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, আইন অনুযায়ী সরকার পলিথিনের ব্যবহার বন্ধে নির্দেশনা দিয়েছে সে অনুযায়ী প্রথম দফায় সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। এরপরও কেউ আইন অমান্য করে পলিথিন ব্যবহার করছে কিনা তা যাচাইয়ে অভিযান পরিচালনা করা হবে এবং জরিমানার আওতায় আনা হবে। একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth