১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৪ ডিসেম্বর, ২০২৪ - 04 December, 2024

পীরগঞ্জে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

আমাদের প্রতিদিন
1 month ago
80


পীরগঞ্জ প্রতিনিধি:

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে ঠাকুরগাওঁয়ের পীরগঞ্জে।

শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম।

উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও কোষারানীগঞ্জ সমবায় সমিতির সম্পাদক ওয়াজ করোনী সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, সহকারি কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবীর, সমবায় কর্মকর্তা আহম্মেদ হোসেন, যুব উন্নয়ন অফিসার মির্জা মনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী, সোনার বাংলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সভাপতি ফারুক হোসেন, গুড নেইবা¯ কৃষি সমবায় সমিতির সভাপতি সুমারজান বেগম, কেউটগাঁও পিএস ঋণদান সমবায় সমিতি সেক্রেটারী দর্শন চন্দ্র রায়, লোহাগাড়া সমবায় সমিতি সেক্রেটারী মানিক চন্দ্র রায় প্রমুখ।

পরে সফল সমবায় সংগঠন হিসেবে বলদিয়ারা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, গ্রামীণ বণিক সমবায় সমিতি, গুড নেইবারস কোষারানীগঞ্জ মহিলা সমবায় সমিতি রঘুনাথপুর, নতুন পৃথিবী কৃষি সমবায় সমিতি লোহাগাড়া, জবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, পিএস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, কেউটগাঁও গণমূখী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি ও গুড নেইবারস পীরগঞ্জ কৃষি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেষ্ট এবং ১০টি সফল সমবায় সংগঠনকে সম্মাননা সনদ প্রদান করা হয়।

উল্লেখ্য ১৯৩টি কার্যকর সমবায় সমিতির এক হাজার একশত পুরুষ ও এক হাজার ৩শ ৬০ নারী সদস্য রয়েছে। এসব সমিতির কার্যকর মূলধন প্রায় সাড়ে ১১১ কোটি ও ঋণ বিতরণ করা হয়েছে ১১০ কোটি টাকা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth