পীরগাছায় অবৈধভাবে বালু উত্তোলনের পাইপ ও মেশিন গুঁড়িয়ে দিল প্রশাসন
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য স্থাপিত পাইপ ও ড্রেজার মেশিন গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ (০২ অক্টোবর) শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হক সুমন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকীকে সঙ্গে নিয়ে ঘাঘট নদীর ত্রিমোহনী ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৪টি শ্যালো মেশিন ও প্রায় ৫-৬শ মিটার পাইপ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে এ সময় বালু উত্তোলনকারীদের কাউকে পাওয়া যায়নি। এছাড়াও ওই নদীর পিয়ারপাড়া নামক স্থানে আরও একটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে অবৈধভাবে বালু উত্তোলন করে বিশাল মজুদ করে রাখা হলেও বালু তোলার সরঞ্জামাদি পাওয়া যায়নি। এ সময় স্থানীয়রা জানান, বালুগুলো বকশিরদিঘীর মোখলেছার ও তছলিম উদ্দিন তুলে বিক্রির জন্য স্তুপ করে রেখেছেন। তারা অভিযানের খবর পেয়েই মেশিন ও পাইপ খুলে নিয়ে পালিয়ে যান। এ ঘটনার মূল হোতা যুবলীগের মোজাহার হোসেন মোজা ও জাতীয় পাটির আলম নামে দুই ব্যক্তি বলে স্থানীয়রা জানান।
অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হক সুমন বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা সেখানে অভিযান পরিচালনা করেছি। স্পটে কাউকে না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ও মেশিন ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। কিছু মালমাল জব্দ করা হয়েছে। অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ওসিকে বলা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।