১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

পীরগাছায় বিএনপির ৯ ইউনিয়নের আহবায়ক কমিটি ঘোষণা

আমাদের প্রতিদিন
1 month ago
87


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় বিএনপির ৯  ইউনিয়নের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে এ কমিটি ঘোষণা করেন উপজেলা আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। এর আগে নবগঠিত এই কমিটিগুলোর অনুমোদন দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গা  ও সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমান ।

এতে কল্যাণী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালণ করবেন উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক আমিনুল ইসলাম রাঙা ও সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমান। এ ইউনিয়নে আরো ৫ জন সদস্য রয়েছে। পারুল  ইউনিয়ন বিএনপির আহ্বায়ক করা হয়েছে আবু সালেহ আহমেদ বাবলু এবং সদস্য সচিব আব্দুল মতিন মিয়া, ইটাকুমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদে আছেন আব্দুর রাজ্জাক এবং সদস্য সচিব গোলাপ হোসেন, অন্নদানগর  ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদে আছেন জিল্লুর রহমান এবং সদস্য সচিব আব্দুর রশিদ সরকার, ছাওলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদে আছেন আব্দুল বারী জুলফিকার এবং সদস্য সচিব মোকারুল ইসলাম, পীরগাছা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদে আছেন সাইফুল ইসলাম  এবং সদস্য সচিব মুকুল মিয়া, কৈকুড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদে আছেন  হারুন অর রশিদ বাবুল এবং সদস্য সচিব মুনসুর আলী সরকার, এবং কান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদে আছেন শাহাবুদ্দীন মৃধা এবং সদস্য সচিব শাহীন মিয়া।

কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গা বলেন, আমরা আগামী এক মাসের মধ্যে সবাইকে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে পুর্ণাঙ্গ কমিটি গঠন করবো। এই আহবায়ক কমিটিতে নতুন ও পুরাতন ত্যাগী নেতারা স্থান পেয়েছে।   

 

 

 

 

 

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth