১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

ঘোড়াঘাটে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 month ago
98


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী  সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (২ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবেও বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। এ সময় প্রধান অতিথি গত ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করে বিএনপির চুড়ান্ত বিজয় অর্জন করতে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহŸান করেন।

অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান লাভলু, মোকলেসুর রহমান, ঘোড়াঘাট পৌর বিএন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, উপজেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম, সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান, পৌর যুবদলের সদস্য সচিব সজিব কবির, উপজেলা ছাত্রদলের আহŸায়ক জোবায়ের হোসেন সাদ্দাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইফতারুল ইসলাম ধলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মফিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহŸায়ক গোলাম রব্বানী, উপজেলা তাতীদলের আহŸায়ক রিপন আহমেদ, উপজেলা কৃষক দলের আহŸায়ক জুয়েল সরকার, মহিলা দলের নেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর আয়েশা সিদ্দিকা প্রমুখ।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি'র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth