৫৩ তম জাতীয় সমবায় দিবস ডোমারে পালিত
মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:
"সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়কে কে সামনে রেখে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ডোমারে পালিত হয়েছে।
আজ শনিবার ২ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ইং উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা রাজেদুল আলম প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার( ভুমি) ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার শাফিউল ইসলাম এবং সফল উদোক্তা রেহেনা পারভিন প্রমুখ। আলোচনা শেষে সফল সমব্যয়ী উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।