১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

গঙ্গাচড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন

আমাদের প্রতিদিন
1 month ago
129


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

'"সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ' এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে আজ (০২ নভেম্বর) শনিবার সকালে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্বোধন করা হয়। এরপর র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায়  বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ওসি (তদন্ত) আবু হানিফ সরকার, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ,  উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আখেরুজ্জামান মিলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার সমন্বয়ক মেজবাউল আলম ফাহিম, ভুটকা দুগ্ধ ও মাংস উৎপাদন সমবায় সমিতির সভাপতি আব্দুল মজিদ, সমবায়ী উদ্যোক্তা সালমা আক্তার, ছোবহানা বেগম, রুপালী বেগম প্রমুখ। সভা সঞ্চালনা করেন সহকারী পরিদর্শক মো. জীবন মিয়া ও ফ্যাসিলিটেটর তানজিনা আক্তার। সকল কর্মসূচীতে সমবায় সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth