রংপুরে আমাদের প্রতিদিন’র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
অষ্টম বর্ষের পথ পরিক্রমা শেষে নবম বর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বস্তুু নিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে রংপুরের বহুল প্রচারিত দৈনিক পত্রিকা আমাদের প্রতিদিন’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
অনুষ্ঠানের ২য় পর্বে আমাদের প্রতিদিনের বিভিন্ন জেলা-উপজেলার প্রতিনিধিদের সাথে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-লালমনিরহাটের আঞ্চলিক প্রতিনিধি আব্দুল আজিজ মজনু, দৈনিক আমাদের প্রতিদিন ও যুগান্তরের দিনাজপুর প্রতিনিধি একরাম তালুকদার, আমাদের প্রতিদিনের সহকারি সম্পাদক ফেরদৌস আহমেদ, প্রধান উপ-সম্পাদক বাদল রহমান, বিজ্ঞাপন ও সার্কুলেশন ব্যবস্থাপক উদয় চন্দ্র বর্মন, বার্তা সম্পাদক সৈয়দ বোরহান কবির বিপ্লব, প্রধান প্রতিবেদক হারুন উর রশিদ সোহেল, অনলাইন ইনচার্জ মাহমুদুল হাসান মানিক, নীলফামারী জেলা প্রতিনিধি সিএসএম তপন, কাউনিয়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিঠুল, গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি নির্মল রায়, চিলমারি উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, রৌমারি উপজেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাখা, পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আজাদুল ইসলাম আজাদ, বিরামপুর উপজেলা প্রতিনিধি আকরাম হোসেন, ডিমলা উপজেলা প্রতিনিধি হাবিবুল ইসলাম হাবিব প্রমুখ। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বদরগঞ্জ প্রতিনিধি আশরাফুজ্জামান বাবু।
এসময় মহানগর প্রতিবেদক আব্দুল্লাহ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি মন্তাজুর রহমান বাবু, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি ডা. নুর ইসলাম, কচাকাটা প্রতিনিধি আরমান আলী, তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি প্রবীর কুমার কাঞ্চন, ডোমার উপজেলা প্রতিনিধি মোসাদ্দেকুর রহমান সাজু, গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি ফারুক আহমেদ, পাগলাপীর প্রতিনিধি আব্দুর রহিম, হিলি-হাকিমপুর প্রতিনিধি আব্দুল আজিজ, সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি আসাদুল ইসলাম, বিরল উপজেলা প্রতিনিধি আতিউর রহমান,রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইবতেশাম রহমান সায়নাভ, অফিস সহকারি নুর মোহাম্মদ রিজু, সার্কুলেশন বিভাগের ইনচার্জ স্বপন মিয়া প্রমুখ।