১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

বিরলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন

আমাদের প্রতিদিন
4 weeks ago
118


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। টুর্ণামেন্ট এর ১৬ টি স্বনামধন্য দল অংশগ্রহণ করছে।

মাধববাটী সমাজ কল্যাণ সংঘের আয়োজনে মাধববাটী বড়মাঠে ২ নভেম্বর ২০২৪ শনিবার টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিরল উপজেলা বিএনপি’র উপদেষ্টা মোঃ রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, বিরল উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মুবাশ্বেরুল ইসলাম,  উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহিদ, চেহেলগাজী শিক্ষা নিকেতন এর সহকারি শিক্ষক মোঃ আতিকুর রহমান মিঠু, ৪ নং শহরগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আজিমুল ইসলাম, ৫নং ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আল-মামুন, ইউপি সদস্য ফারুক হোসেন, সমাজে সেবক শাহজাহান আলী, আনোয়ারুল ইসলাম, আবুল কালাম আজাদ, সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী প্রমূখ। উদ্বোধনী খেলায় বীরগঞ্জের এএফএ ফুটবল একাডেমী ১-০ গোলের ব্যবধানে বিরলের পলাশবাড়ী হিউম্যান সার্ভিস এন্ড স্পোর্টসগ্রুপকে পরাজিত করে। খেলার ধারাভাষ্য বর্ণনা করেন উত্তরবঙ্গের অন্যতম ধারাভাষ্যকার তাইফুল ইসলাম তপু।

আয়োজক কর্তৃপক্ষ আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন, আগামী ৮ নভেম্বর শুক্রবার বিরলের ছোটতিলাইন মাধাববাটী ফুটবল একাদশ বনাম চিরিরবন্দরের রাণীরবন্দর ফুটবল একাডেমি এই দুইটি শক্তিশালী দলের মধ্যে একই মাঠে ২য় খেলাটি অনুষ্ঠিত হবে। উক্ত টুর্ণামেন্টের প্রতিটি খেলা উপভোগ করার জন্য ক্রীড়ামোদী সকল দর্শককে মাঠে এসে খেলা উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth