১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

চিলমারিতে ২১ বছর পেরিয়ে ২২ বছরে পদার্পণ করল সপ্তাহিক জনপ্রাণ

আমাদের প্রতিদিন
4 weeks ago
96


হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের চিলমারীতে সপ্তাহিক জনপ্রাণ পত্রিকা ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, কেক কাটা আলোচনা সভা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।আজ  সোমবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় চিলমারী উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে, সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার  ব্যবস্থাপনা সম্পাদক ও সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শাওরাত হোসেন সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা জামায়াতের আমির (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোঃ নুর আলম মুকুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব সজিব, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মাহফুজার রহমান মঞ্জু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব চিলমারীর সাবেক সভাপতি সহকারী অধ্যাপক গোলাম মাহবুব, আই পি টিভি ৬৯’র চেয়ারম্যান আলমগীর হোসাইন, অধ্যাপক ও দৈনিক ভোরের দর্পন পত্রিকার চিলমারী প্রতিনিধি আলহাজ্ব মোঃ ফজলুল হক, সাপ্তাহিক যুগের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস,এম নুরুল আমিন সরকার, প্রেসক্লাব চিলমারীর সাধারণ সম্পাদক মোঃ সাবেদ আলী মন্ডল সবুজ, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার প্রতিনিধি হাবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক মঞ্জুরুল আহসান সরদার, সাংবাদিক হুমায়ুন কবির, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলী, শরিফের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ, ফকিরের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহুল আমিন সরকার, উত্তরের আলো অনলাইন নিউজ পোর্টাল সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, দৈনিক যায়যায় দিন চিলমারী প্রতিনিধি রিয়াদুল ইসলাম বাবু, দৈনিক কালবেলা চিলমারী প্রতিনিধি এস এম রাফি, দৈনিক ইনকিলাব চিলমারী প্রতিনিধি ফয়সাল হক রকি, দৈনিক মানবকন্ঠ চিলমারী প্রতিনিধি মিজানুর রহমান মিজান, সাংবাদিক ফাহমিদুল হক বুলেটসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ২ হাজার করে টাকা বিতরণ ও কেক কাটা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth