রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপের এইচপিভি টিকা'র" অনলাইন নিবন্ধন ক্যাম্পেইন
খবর বিজ্ঞপ্তির:
কমিউনিটি স্কাউটিং ও জনসেবামূলক কাজের অংশ হিসেবে বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা ও জেলা রোভারের আওতাধীন রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ (মুক্ত মহাদল) এর উদ্যোগে রংপুর মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের "এইচপিভি" টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণ সহ টিকা গ্রহণের জন্য অনলাইন নিবন্ধন ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
রংপুর সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগের এইচপিভি টিকার মাইক্রোপ্লান অনুযায়ী সোমবার রংপুর মহানগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজ ৫ম-৯ম শ্রেনীর ৫২৬জন ছাত্রীর মাঝে এইচপিভি টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। কোনো ছাত্রী যেনো এইচপিভি টিকা পাওয়া থেকে বঞ্চিত না হয় এবং ছাত্রীদের টিকা গ্রহণ নিশ্চিতকরণে ও টিকা গ্রহণের জন্য রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ (মুক্ত মহাদল) এর অনলাইন নিবন্ধন এর ভ্রাম্যমান বুথ স্থাপন করা হয়।অনলাইন নিবন্ধন বুথ এর মাধ্যমে টিকা গ্রহণকারীদের নিবন্ধন সম্পন্ন করে টিকা কার্ড প্রিন্ট করে দিয়ে টিকা গ্রহণে সহযোগিতা করা হয়। রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপের রোভার সদস্যদের এ কার্যক্রম পরিদর্শন করেন রংপুর জেলা রোভারের কমিশনার ও রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর ড. আরেফিনা বেগম, জেলা রোভার সম্পাদক মহাদেব কুমার গুন। রোভারদের এমন সহযোগিতা ও জনসেবামূলক কার্যক্রমে ভূয়সী প্রসংশা করে লায়ন্স স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ এনামুল বলেন, রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ তারা ব্যাতিক্রমী একটি উদ্যোগ গ্রহণ করেছে যা এই টিকাদন ক্যাম্পেইন এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এদের মাধ্যমে উপকৃত হচ্ছে।
রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক রেজওয়ান হোসেন সুমন জানান, রংপুর সিটি করর্পোরেশন স্বাস্থ্য বিভাগের অনুমতিক্রমে এবং আঞ্চলিক উপপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল, রংপুর জেলা শিক্ষা অফিসার, জেলা স্কাউট ও জেলা রোভার কে অবগত রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ (মুক্ত মহাদল) এর চৌকস ও আইসিটি বিষয়ে দক্ষ রোভার সদস্যবৃন্দের টীম মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ বুথ স্থাপনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের ১০-১৪বছর বয়সী (৫ম থেকে ৯ম শ্রেণির) ছাত্রীদের এক ডোজ এইচপিভি টিকা গ্রহণের জন্য অনলাইন নিবন্ধন ক্যাম্পেইন পরিচালনা করছে। গত ২১ অক্টোবর থেকে রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা রংপুর সিটি কর্পোরেশন এর স্বাস্থ্য বিভাগ পরিচালতি এইচপিভি টিকা ক্যাম্পেইন এর শেষ দিন অবধি চলমান থাকবে।