২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

অধ্যক্ষ রউফ সরকারের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ ও অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ

আমাদের প্রতিদিন
1 month ago
195


উত্তর বাংলা ডিগ্রি কলেজ

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার উত্তর বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের অপসারণের দাবিতে কুশপুত্তলিকা দাহ, বিক্ষোভ সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা এগারোটা থেকে বিকেল ৩টা পর্যন্ত বুড়িমারী- লালমনিরহাট সড়ক অবরোধ করে রাখে তারা। ফলে ঘন্টা ওই সড়ক পথে সকল ধরনের যনবাহন চলাচল বন্ধ থাকে।

সর্বস্তরের ছাত্র-জনাতার ব্যানারে উত্তর বাংলা কলেজের বর্তমান প্রাক্তন শিক্ষার্থীরা কালিগঞ্জের কাকিনায় ওই কলেজের সামনে সড়ক অবরোধ করেন।

পরিস্থিতিতে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফাত আনোয়ারা তুম্পা ঘটনাস্থলে আসেন। তিনি শিক্ষার্থীদের দাবি-দাওয়া পূরনের আশ্বাস দেন। তিনি বলেন অভিযুক্ত কলেজ অধ্যক্ষ যাতে কলেজ ক্যাম্পাসে আসতে না পারেন সে জন্য তিনি ব্যবস্থা নেবেন। অধ্যক্ষ ছুটিতে থাকায় তার বিরুদ্ধে এখনি ব্যবস্থা নেয়া যাচ্ছে না। তা ছাড়া বিষয়টি গভর্নিং বডির এখতিয়ার। তাই সে বিষয়ে গভর্নিং বডির সভায় ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হবে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সকল যৌতিক দাবি মেনে নেয়ার আব্শ্বস দেন তিনি। আশ্বাসে প্রেক্ষিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্ম সূচি সাময়িক স্থগিত করেন।

সড়ক অবরোধ থাকায় বড়িমারী স্থল বন্দরে আমাদানী-রপ্তানীকৃত মালামাল পরিবহণ করার একমাত্র সড়ক পথ ঘন্টা অবরুদ্ধ থাকে। এই অবরোধের শিকার হন ট্রাক চালক মঞ্জু মিয়া। তিনি জানান সময় দুই প্রান্তের আটকা পড়ে ট্রাক, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন ধরনের শতাধিক যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েন বাসযাত্রীসহ মালামাল পরিবহন ট্রাক চালকরা।

সর্বস্তরের ছাত্র-জনাতার ব্যানারে উত্তর বাংলা কলেজের বর্তমান প্রাক্তন শিক্ষার্থীরা কালিগঞ্জের কাকিনায় ওই কলেজের সামনে সড়ক অবরোধ করে রাখে ৪ঘন্টা। তার আগে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে লালমনিরহাট- বুড়িমারী সড়ক কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সময় শিক্ষার্থীরা একটি সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন, কালিগঞ্জ-কাকিনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাতিউল ইসলাম, সাজ্জাদুল শীষ, উত্তর বাংলা কলেজের স্নাতক শিক্ষার্থী, আজাদ হোসেন আকাশ, কাওসার আহমেদ, জে, আর জেমস প্রমূখ। সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের কুশপুত্তলিকা দাহ করেন।

বক্তরা বলেন, অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের অনৈক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় শিক্ষার্থীরা তারদ্বারা হয়রানীর শিকার হচ্ছেন। তিনি একজন। মাদকাসক্ত ব্যক্তি হওয়ায় কলেজের শিক্ষার পরিবেশ ক্ষুন্ন হচ্ছে। ছাড়া তার বিরুদ্ধে একজন শিক্ষাকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ রয়েছে। ওই শিক্ষিকা নিয়ে জেলা প্রশাসক কলেজের গভর্নি বডিকে অভিযোগ করলেও কোন কাজ হয়নি। বরং ওই শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। শুধু তাই নয় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের 'প্রতিবন্ধি প্রজন্ম' বলে স্যোসাল মিডিয়ায় প্রচারানা চালাচ্ছেন। ঘটনা কলেজ অধ্যক্ষের হয়রানির শিকার 'ভিকটিম' ওই কলেজ শিক্ষিকা

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ.এম রফিক হায়দারকে লিখিত জানালে জেলা প্রশাসকের নির্দেশে কালিগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা রংপুর সাইবার ট্রাইব্যুনালে কলেজ অধ্যক্ষ আব্দুর রউফকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটি আদালতের নির্দেশে লালমনিরহাট সদর থানা পুলিশ তদন্ত করছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth