নবাগত রংপুর বিভাগীয় কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক:
রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত রংপুর বিভাগীয় কমশিনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকাল ৩টাং নগরীর সিও বাজার সংলগ্ন বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনিযুক্ত রংপর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আজমল হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর। এছাড়াও রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পদক হুমায়ন কবির মানিকসহ রংপুরের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।