১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

ডোমারে তয়েজ পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মফিজুল নামে একব্যক্তি নিহত

আমাদের প্রতিদিন
3 weeks ago
55


মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার (নীলফামারী):

জেলার ডোমারে ঢাকাগামী নৈশকোচ তয়েজ পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মফিজুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত মফিজুল জোড়াবাড়ি  ইউনিয়নের দারিকামারী এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।

মঙ্গলবার ৫ নভেম্বর বিকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্চনপুর বাজারের মেইলের পার নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী হরিদাস রায় ও ভাতিজা নুর ইসলাম বলেন, মির্জাগঞ্জ বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে ছেলে আযমকে সাথে নিয়ে মফিজুল বিদুৎ বিল দেওয়ার জন্য ডোমারের দিকে আসছিলো। এসময় ভ্যান চালক মনো ইসলামও আহত হন । এক  মাত্র ছেলে আজমও সেই  ভ্যানে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ডোমার থেকে চিলাহাটিগামী দ্রুতগামীর নৈশকোচ তয়েজ এন্টার প্রাইজ ধঞ্চনপুরের মেইলের পার নামক স্থানে ভ্যানটিকে ধাক্কাদিলে ঘটনাস্থলেই ভ্যানের আরোহী মফিজুল নিহত হন।

এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth