২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

গোবিন্দগঞ্জে সাবেক ছাত্রদল নেতা লিটু’র ৩০তম মৃত্যু বার্ষিকী পালিত

আমাদের প্রতিদিন
1 month ago
95


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ 

গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জাহিদুর রহমান প্রধান টুকু’র ছোট ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার তৎকালীন সাধারণ সম্পাদক প্রয়াত ছাত্রনেতা জিল্লুর রহমান প্রধান লিটু’র ৩০তম মৃত্যু বার্ষিকী ৫ নভেম্বর পালিত হয়েছে।

মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের মাদারদহ গ্রামে মরহুমের কবর জিয়ারত, কোরআন খানি, দোয়া মাহফিল, কাঙ্গালী ভোজ ও স¥রণ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদারদহ লিটু স্মৃতি সংসদের’ আয়োজনে বিকেলে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন মরহুমের বড় ভাই স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক জাহিদুর রহমান প্রধান টুকু। এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন স্মৃতি সংসদের উপদেষ্টা প্রধান শিক্ষক আবু মুসা সরকার, ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুস ছালাম সরকার, সাধারণ সম্পাদক ইউপি মেম্বার মরহুমের ছোট ভাই জাহাঙ্গীর আলম প্রধান, সহ সভাপতি ব্যবসায়ী আজাহার আলী সরকার, নূরুজ্জামান প্রধান ও খলিলুর রহমান সরকার লাল মিয়া, সাধারণ সম্পাদক সহকারি প্রধান শিক্ষক শামছুজ্জোহা সরকার, সহ সম্পাদক সাহেব মিয়া সরকার ও আফসার আলী সেখ, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান সরকার, প্রচার সম্পাদক আবু মুছা শেখ, কোষাধ্যক্ষ রাকিব হাসান প্রধান লিয়ন, দপ্তর সম্পাদক সৌরভ প্রধান, সাহিত্য সম্পাদক আনিছুর রহমান শেখ, ক্রীড়া সম্পাদক জোবায়দুর রহমান, সদস্য ইমরান হোসেন সরকার, সিরাজুল ইসলাম সরকার, আব্দুল আলিম সরকার, আবু বাশার প্রধান লিয়ন ও ফরহাদ হোসেন প্রমূখ। উল্লেখ্য, বিগত ১৯৯৪ সালের ৫ নভেম্বর গোবিন্দগঞ্জ পৌর শহরের মাস্টার পাড়ার নিজ বাসায় বৈদ্যুতিক শকে জিল্লুর রহমান প্রধান লিটু মারা যান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth