২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলায় গঙ্গাচড়ার ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আমাদের প্রতিদিন
1 month ago
168


নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে রংপুর নগরীর  নিহত সবজি বিক্রেতা  সাজ্জাদ হোসেন (২৮) হত্যা মামলায়  গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা  মাজহারুল ইসলাম লেবুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে গঙ্গাচড়া উপজেলা ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল-ইমরান জানান,  চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবুর নামে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই সিটি বাজার এলাকায় পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে সাজ্জাদ হোসেন হত্যা মামলার এজাহারভূক্ত ৪৪ নম্বর আসামি। গত ২০ আগস্ট সাজ্জাদের স্ত্রী জিতু বেগম মামলা করেন। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

রংপুর পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন জানান, ‘সাজ্জাদ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ারকার্স পার্টির সভাপতি  রাশেদ খান মেনন, সাংবাদিক সুভাষ সিংহ রায়, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, আওয়ামী লীগ নেত্রী অপু উকিলকে হুকুমের আসামি করে ৫১ জন নামীয় ও অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় মাজহারুল ইসলাম লেবু এজাহারভুক্ত আসামি ছিলেন।’ গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি  বলেন, ‘২৪-এর অভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যাকারী কাউকেই আইনের হাত থেকে রেহাই দেয়া হবে না। তারা যেখানে যেভাবেই থাকুক তাদেরকে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth