২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

রংপুরে বিএনপি নেতা মিজুর নেতৃত্বে র‌্যালী ও সমাবেশ

আমাদের প্রতিদিন
4 weeks ago
111


নিজস্ব প্রতিবেদক:

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুর নগরীতে বর্নাঢ্য র‌্যালী ও সমাবেশ করেছে বিএনপি।

আজ (০৭ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু’র নেতৃত্বে মহানগর বিএনপির নেতাকর্মীরা পৃথকভাবে এই কর্মসূচীতে অংশ নেয়। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর  কাচারী বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রাশেদ উন নবী খান বিপ্লব, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জেলা সমবায় দলের আহবায়ক সেলিম চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  আশফাকুল বসুনিয়া আজাদ, সাবেক সহ-দপ্তর  সম্পাদক আবু আলী মিঠু,মহানগর স্বেচ্ছাসেবক দলের  সাবেক সাধারণ সম্পাদক মোকছেনুল আরেফীন রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আখতারুজ্জামান তিতু, মহানগর তাঁতী দলের সাবেক আহবায়ক এমএম আলম পান্না, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুন্তাসির মামুন মুন্না, যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ রাজ প্রমুখ। এসময় মহানগর ও জেলা বিএনপি এবং অংশ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেয়। ###

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth