১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৪ ডিসেম্বর, ২০২৪ - 04 December, 2024

পীরগাছায় ৮ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি আটক

আমাদের প্রতিদিন
3 weeks ago
62


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় তিস্তা নদী পাড়ি দিয়ে গাঁজা বহনের সময় ৮ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। আজ (০৭ নভেম্বর)  বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার পাওটানাহাট মুক্তিযোদ্ধা চত্তর থেকে তাদের আটক করা হয়। আটক সিয়াম (২৫) ও সাগর (৩২) নাটোর জেলার লালপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছাওলা ইউনিয়নের দফাদার রেজাউল করিম এর নেতৃত্বে স্থানীয় লোকজন স্থানীয় পাওটানাহাট মুক্তিযোদ্ধা চত্তরে অবস্থান নেন। এসময় কুড়িগ্রামের উলিপুর থেকে তিস্তা নদী পাড়ি দিয়ে মোটর সাইকেল যোগে সিয়াম ও সাগর পাশ্ববর্তী সুন্দরগঞ্জ-গাইবান্ধা হয়ে যাওয়ার সময় পাওটানাহাট মুক্তিযোদ্ধা চত্তরে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থাকা ব্যাগ তল্লাসী করে ৮ কেজি গাঁজা পাওয়া যায়। পরে থানা পুলিশ খবর পেয়ে মোটর সাইকেলসহ আটক দু’জনকে থানায় নিয়ে যান।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, আটক দু’জনের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে। আর মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth