১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৪ ডিসেম্বর, ২০২৪ - 04 December, 2024

কাউনিয়ার হারাগাছে ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

আমাদের প্রতিদিন
3 weeks ago
47


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনার মামলায় কাউনিয়া উপজেলার হারাগাছ পোর ছাত্রলীগের সাবেক সহসভাপতি নুর হাবীবকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। ৭ নভেম্বর বৃহস্পতিবার তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে বুধবার সন্ধায় নুর হাবীবকে হারাগাছ পৌর ভবন থেকে আটক করে পুলিশ। নুর হাবীব হারাগাছ পৌরসভার কার্য সহকারি পদে কর্মরত ছিলেন এবং হারাগাছ গফুরটারী কলোনী গ্রামের নুরুল হকের ছেলে।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার পরিদর্শক (ওসি) মমিনুল ইসলাম সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সন্ধার কিছু আগে রংপুর কোতয়ালী থানা পুলিশের একটি টিম আসে এবং তারা হারাগাছ থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে পৌর ভবনে কর্মরত অবস্থায় নুর হাবীবের আটক করে। এরপর আটক নুর হাবীবকে সংশ্লিষ্ট থানায় নিয়ে গিয়েছে কোতয়ালী থানা পুলিশ। তবে কোন মামলায় নুর হাবীবকে আটক করা হয়েছে সে বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ বলতে পারবে।

এ ব্যাপারে রংপুর মেট্টোপলিটন কোতয়ালী থানার পরিদর্শক (ওসি) আতাউর রহমান বলেন, নুর হাবীবকে রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনার মামলায় আটক করা হয়েছে। তাকে মামলায় গ্রেফতার বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

তবে হারাগাছ পৌর প্রশাসক ও সহকারি কমিশনার ভুমি লোকমান হোসেন বলেন, পৌরসভার কার্য সহকারি নুর হাবীবের গ্রেফতারের বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth