গঙ্গাচড়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন
গঙ্গাচড়া (রংপুর)প্রতিনিধি:
ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই " এই শ্লোগানকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। এসময় উপজেলা কৃষি অফিসার সৈয়দ শাহিনুর ইসলাম,উপজলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড.মোঃ মাহফুজার রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইফতেখার নাইম, মোঃ কারিমুল এহসান, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কৃষ্ণ কান্ত রায়সহ উপজেলা সহকারী কৃষি কর্মকর্তারা ও কৃষকগণ উপস্থিত ছিলেন।