আ’লীগ সরকার যখন পতন হয় তখন সে পতন হয় শোচনীয় …পীরগঞ্জে দুলু
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
দেশে মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ের এক পর্যায়ে দেশের মানুষ যখন নের্তৃত্বহীনতায় ভুগছিল, সে সময় জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়ে দেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় শসস্ত্র যুদ্ধে সাহস যুগিয়েছিল । আর সে নেতাকেই বন্দী দশা থেকে মুক্ত করে দেশের ক্রান্তিকালে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল। তখন দেশের মানুষের মুখে হাসী ফুটলো, ধান উৎপাদনে বিপ্লব ঘটলো, আইনের শাসন প্রতিষ্ঠিত হলো, খাল খননের মাধ্যমে দেশের সেচ ব্যবস্থার উন্নতি হল । কিন্তু দেশীয় ও বিদেশী ঘড়যন্ত্রকারীদের কাছে তা সয্য হয়নি ।
বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে সাবেক উপমন্ত্রী জাতীয়তাবাদী দল বিএনপি’র রংপুর বিভাগীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক ও লালমণিরহাট জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন। তিনি আরও বলেন, আ’লীগ সরকারের যখন পতন হয়, তখন সে পতন হয় শোচনীয় । ১৯৭৫ সনে যখন আ’লীগের পতন হয়েছিল তখন জানাযা পড়ার মত লোক ছিল না । বিগত ১৫ বছরের আ’লীগ স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলনের মুখে হাসিনার পালানোর মধ্যে আওয়ামী সরকারের আবারও শোচনীয় পরাজয় হয়েছে । এখন আর আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায়না । এখন সময় এসেছে আমাদের নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার । আ’লীগ যে গণতন্ত্র ব্যবস্থাকে ধংশ করেছিল তা পুনঃরুদ্ধারের মাধ্যমে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে আমাদের এগিয়ে আসতে হবে।
পীরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত উপজেলা বিএনপির’র আহবায়ক মাহমুদ উন নবী পলাশ এর সভাপতিত্বে শহীদ মিনার চত্তরে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মিঠাপুকুর উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক গোলাম রব্বানী, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচীব জাকির হোসেন, মিঠাপুকুর বিএনপির সদস্য সচিব মোতাহারুল হক নিক্সন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজার রহমান, শাহিনুজ্জামান শাহিন, উপজেলা যুবদলের আহবায়ক আনিছার রহমান, স্বেচ্চা সেবক দরের আহবায়ক মনোয়ার হোসেন মনু, ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মিলু প্রমুখ।
আলোচনা সভা শেষে দলীয় নেতা কর্মিরা উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালী বের করে এতে কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।