২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

বিএসটিআইয়ের ৩টি জ্বালানী তেলের পাম্পে অভিযান

আমাদের প্রতিদিন
4 weeks ago
77


নিজস্ব প্রতিবেদকঃ

বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযানে ০৩টি জ্বালানী তেলের পাম্পের ডিসপেন্সিং ইউনিট বন্ধ ঘোষনা।

বিএসটিআইয়ের উপপরিচালক (পদার্থ) ও রংপুর বিভাগীয় অফিস প্রধান মুবিন-উল-ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মেসার্স সিরাজ এন্ড সন্স ফিলিং স্টেশন এর প্রতি দশ লিটার ডিজেল পরিমাপে ৪২০ মি. লি. এবং অকটেন পরিমাপে ২২০ মি. লি. কম পাওয়ায় ডিসপেন্সিং  ইউনিট দুটি বন্ধ করা হয়। এছাড়াও আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্টের মেয়াদ শেষ হওয়ায় এবং ট্যাংকলরির ক্যালিব্রেশন সনদের মেয়াদ শেষ হওয়ায় সেগুলো দ্রুত নবায়ন করার পরামর্শ প্রদান করা হয়।

অপরদিকে লালমনিরহাট জেলার মোস্তফীতে মেসার্স বিনিময় প্রাইম ফিলিং স্টেশন এর প্রতি দশ লিটার ডিজেল পরিমাপে ২৯০ মি.লি. কম পাওয়ায় ডিসপেন্সিং ইউনিটটি বন্ধ করা হয়।

অপরটি রংপুর জেলার নব্দীগঞ্জ এলাকার মেসার্স সোহরাব পেট্রোলিয়াম এর প্রতি দশ লিটার অকটেন পরিমাপে ৬৭০ মি.লি. ও ডিজেল পরিমাপে ৭৫০ মি. লি. কম পাওয়ায় ডিসপেন্সিং ইউনিট দুটি বন্ধ করা হয়।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক (মেট্রোলজি) মোঃ মাছুদুল হক এর নেতৃত্বে অভিযানে আরও অংশগ্রহণ করেন পরীক্ষক (মেট্রোলজি/রসায়ন) সন্দীপ দাস।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth