১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

কিশোরগঞ্জে হাসপাতালের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

আমাদের প্রতিদিন
3 weeks ago
101


কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে কুষ্ঠ হাসপাতালের জায়গায় হোটেল, দোকানসহ প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

আজ (০৭ নভেম্বর)বৃহস্পতিবার  থানার মোড় এলাকায় সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।  জানা যায়, উপজেলা কুষ্ঠ হাসপাতালের জায়গা  দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিরা দখল করে বিভিন্ন স্থাপন নির্মাণ করেছিলেন ।কয়েকবার তাদের সরকারি জায়গা দখলমুক্ত করতে নোটিশ করা হলেও তারা সেটি দখলমুক্ত করেনি।পরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে হোটেল,বাস টিকিট কাউন্টার,মুদি দোকান, গোডাউনসহ প্রায় ২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস  বলেন, দীর্ঘদিন ধরে কুষ্ঠ হাসপাতালের ৬৯ শতক জমি দখল করে বিভিন্ন স্থাপন তৈরী করেছিলো।আজকে অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth