ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বিরলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহষ্পতিবার সকালে বিরল বাজার বকুলতলা মোড়ে বিরল পৌর বিএনপি’র সভাপতি মোঃ লিয়াকত আলী এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুর জামাল হোসেন (সোনাহার) এর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহসভাপতি মোজাহারুল ইসলাম এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু।
পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক লুঃফর রহমান এর যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপি’র বন ওপরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, বিরল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক ও ধর্মপুর ইউপি চেয়ারম্যান নুর ইসলামসহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।