জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা
নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা সড়ক পরিবহন শ্রমিক দল , তাতী দল ও শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ৪ টার দিকে উপজেলা আমতলী হতে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পানি উন্নয়ন বোর্ডে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে উপজেলা সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বেৃ জাহিদুল ইসলাম মেম্বারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্নু আহ্বায়ক আলহাজ্ব মোখলেছুর রহমান শাহ, এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবীণ নেতা আনছার আলী শাহ,আনারুল ইসলাম বাবু,প্রভাষক আহসান হাবিব ময়না, সাবেক ছাত্রনেতা আবু সাঈদ, জামিনুর ইসলাম, শাহিন ইসলাম ডালিম প্রমুখ। এছাড়াও জেলা ও সকল উপজেলায় ঐতিহাসিক ৭ নভেম্বর পালিত হয়।