১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

সর্বহারা বিপ্লব বার্ষিকী ও বাসদ’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রংপুরে মিছিল ও সমাবেশ

আমাদের প্রতিদিন
3 weeks ago
43


নিজস্ব প্রতিবেদকঃ

সর্বহারা বিপ্লব বার্ষিকী ও বাসদ’র (মার্কসবাদী) ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার(৭ নভেম্বর) সকালে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে লাল পতাকা মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সমবেত হয়ে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা। আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড আহসানুল আরেফিন তিতু, গণতান্ত্রিক অধিকার কমিটি রংপুর এর যুগ্ম আহ্বায়ক ও

এসপিজিআরসি’র কেন্দ্রীয় নেতা খুরশীদ আলম মুন্না, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলার আহ্বায়ক সুরেশ বাসফোর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রংপুর জেলার আহ্বায়ক সাজু বাসফোর প্রমূখ।

সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব সংগ্রাম ও জীবনদানের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হয়েছে। এতবড় ত্যাগ ও সংগ্রামের ফলে আন্দোলনের মধ্য থেকেই দাবি উঠেছে সমাজের সকল ক্ষেত্রে বৈষম্য দূর করার। ৭১এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪ এর গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি সংগ্রামের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো-এখানে শোষণ মুক্তির স্বপ্ন নিয়ে ছাত্র-শ্রমিক-কৃষক-জনতা জীবন দিয়ে একেকটা জুলুমবাজ সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু তারপরে যারা ক্ষমতায় বসেছে তাদের কেউই জনগণের সেই আশা-আকাঙ্খা-স্বপ্ন পূরণে কোন কার্যকর উদ্যোগ নেয়নি। তারা পাহারা দিয়েছে বড়লোকের সম্পদ, সুযোগ করে দিয়েছে ধনিক শ্রেণিকে লুটপাটের। এভাবে গত ৫৩ বছরে ধনী- গরীবের বৈষম্য হয়েছে আকাশ-পাতাল।

বক্তারা শিবদাস ঘোষের চিন্তাধারাকে প্রয়োগ করে বাংলাদেশের মাটিতে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত আমাদের মহান পার্টি বাসদ’র (মার্কসবাদী) এই সংগ্রামকে এগিয়ে নিতে দেশের সকল শ্রমজীবী মেহনতী মানুষ ও গণতন্ত্রমনা মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth