রৌমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতীয়তাবাদী দল বিএনপি’র অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে জমায়েত হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মো. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নাজমুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম রানা, শৌলমারী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মনিরুজ্জামান, চর শৌলমারী ইউনিয়ন সভাপতি মো. আব্দুস ছাত্তার, বন্দবেড় ইউনিয়ন সভাপতি মো. কাজিম উদ্দিন মেম্বার, যাদুরচর ইউনিয়ন সভাপতি মো. মোশাররফ হোসেন সহ আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহŸায়ক মনজুরুল ইসলাম মঞ্জু ও সদস্য সচিব মশিউর রহমান পলাশ। এছাড়াও জাতীয়তাবাদী দল বিএনপি’র যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিকদল সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা এই দিবসে অংশ গ্রহণ করেন।