২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

কুড়িগ্রামে ১১ দফা দাবীতে ডিএমএফ  ও ম্যাটস্ শিক্ষার্থীদের মানববন্ধন

আমাদের প্রতিদিন
4 weeks ago
55


কুড়িগ্রাম প্রতিনিধি :  

'ডাঃ' প্রিফিক্স ব্যবহারের উপর চলমান আইনি প্রক্রিয়ার ন্যায্য সমাধান এবং সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীতে উপ-সহকারী মেডিকেল মেডিকেল অফিসার (ডিএমএফ) এবং ম্যাটস্ শিক্ষার্থীদের প্রতি ৪৫ বছরের সর্বস্তরের বৈষম্যের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার(৭ নভেম্বর) দুপুরের দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন, কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্রাক্টিশনার এসোসিয়েশনের সদস্যরাসহ ম্যাটস্ শিক্ষার্থীরা।

 

১১ দফা দাবী গুলো হলোঃ

১. ২০১০ সালের পূর্বে ডিপ্লোমা ডাক্তারদের ডাক্তার প্রিফিক্স ব্যবহারের ন্যায্য অধিকার সংরক্ষন চাই।

২. ৮৫% প্রান্তিক জনগোষ্ঠীর নিরবিচ্ছিন্ন চিকিৎসা প্রদানে সুপ্রীম কোর্টে চলমান ২৭৩০/২০১৩ মামলায় ডাক্তার প্রিফিক্স ব্যবহারে অধিকার ই।

৩. কমিউনিটি ক্লিনিকে নিয়োগদান, উপজেলা স্বাস্থ্ য কমপ্লেক্সে নুন্যতম ছয়টি পদ, জেলা সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যা ন্য ডিপ্লোমাধারীদের ন্যায় পদায়ন, বেসরকারী হাসপাতাল, ক্লিনিক, গার্মেন্টস, কল- কারখানা, বেস রকারী এনজিও এবং দাতব্য চিকিৎসালয়ে ডিপ্লোমা চিকিৎসকদের বাধ্যতামূলক নিয়োগের পরিপত্র জারী করতে হবে।

৪. Ley BMDC ২০১০ কালো আইন বাতিল এবং মোবাইল কোর্টের নামে সব ধরনের হয়রানী বন্ধ করতে হবে।

৫. অধিদপ্তরের বিভাগীয় সকল কমিটিকে ডিপ্লোমা চিকিৎসকদের প্রতিনিধি নিশ্চিত করতে হবে।

৬. উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ নিশ্চিত করতে হবে।

৭. ১৯৮৫ সালের মাইনুটসের আলোকে পদবী এবং পদোন্নতি নিশ্চিত করতে হবে।

৮. চাকুরীরত অবস্থায় দক্ষতা বৃদ্ধির জন্য দেশ কিংবা দেশের বাহিরে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে (Capacitación en servicio)।

৯. বাংলাদেশ এ্যালাইড হেলথ শিক্ষা বোর্ড আইন ২০২৩ এর নাম পরিবর্তনক্রমে "মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” বাস্তবায়ন করতে হবে।

১০. প্রতিষ্ঠানের নাম মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) এর পরিবর্তে "ডিপ্লোমা মেডিকেল ইন্সটিটিউট" বা "ডিপ্লোমা মেডিকেল কলেজ" করতে হবে।

১১. কোর্সের নাম "ডিএমএফ” এর পরিবর্তে "ডিপ্লোমা ইন মে ডিসিন এবং ডিপ্লোমা ইন সার্জারী" (এমডিডিএস)

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ডাঃ বেলাল হোসেন বলেন, রেজিস্ট্রার ডিপ্লোমা চিকিৎসকদের চিকিৎসা সেবা থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্য কালো আইন প্রণয়ন করে কুচক্রী মহল। এতে গ্রামীন জনগোষ্ঠীর বৃহৎ একটা অংশ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতে পারে।

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন সাবেক সভাপতি ডাঃ ফারুক হোসেন বলেন, 'কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিএমএফ ডিগ্রীধারীদের নিয়োগ দিয়ে গ্রামীণ জনগণের সুস্বাস্থ্য রক্ষার জন্য সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা উচিত।'

মানববন্ধনের পরে ডিপ্লোমা চিকিৎসক নেতাদের পক্ষ থেকে জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং পরিবার পরিকল্পনা বিভাগের কুড়িগ্রাম জেলার জেলা কর্মকর্তাকে স্মারক লিপি প্রদানের মাধ্যমে কর্মসূচী'র সমাপ্তি হয়।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth