২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

কাউনিয়ায় রাস্তা বন্ধের প্রতিবাদ করায় ব্যবসায়ীর উপর হামলা

আমাদের প্রতিদিন
4 weeks ago
208


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় পারিবারিক চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় আল আমিন (৩২) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। বর্তমানে আহত আল আমিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলার কুর্শা ইউনিয়নের রামনাথ মাটির মসজিদ নামক গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কাউনিয়া থানায় লিখিত অভিযোগ হয়েছে।

পুলিশ ও অভিযোগের সুত্রে জানা গেছে, সম্প্রতি রামনাথ গ্রামে সালিশের মাধ্যমে একটি বিয়ে বিচ্ছেদ ঘটনায় কনে পক্ষকে দেনমোহরের টাকা পরিশোধ করে বর পক্ষ। আর সালিশে বিভিন্ন খরচ দেখিয়ে দশ হাজার টাকা দাবী করে প্রতিপক্ষ স্থানীয় মাতাবর নুর আমিন। অন্যায়ভাবে টাকা দাবী করাকে নিয়ে প্রতিপক্ষ নুর আমিনের সাথে ব্যবসায়ী আল আমিন বিরোধসৃষ্টি হয়। এরই জের ধরে গত ৫ নভেম্বর ব্যবসায়ী আল আমিনের পারিবারিক চলাচলের রাস্তার দুইপার্শে খুটি পুঁতে চলাচলে প্রতিবন্ধকতা সৃস্টি করে প্রতিপক্ষ নুর আমিন।

আহত ব্যবসায়ী আল আমিন বলেন, চলাচলের রাস্তার দুইপার্শে পুঁতে রাখা খুটি তুলে ফেলতে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করে ব্যথ হই। পরে ওইদিন বিকেলে প্রতিপক্ষ নুর আমীন ও তার দুই ছেলের নামে কাউনিয়া থানায় লিখিত অভিযোগ করি। থানায় অভিযোগ করায় প্রতিপক্ষ নুর আমীন আমার উপর আরো ক্ষিপ্ত হয়। মঙ্গলবার সন্ধায় নুর আমীমের হুকুমে তার দুই ছেলে এবং আরো বেশকয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে দোকানে একা পেয়ে হামলা চালিয়ে আমাকে রক্তজখম করে।

আহত আল আমিনের স্ত্রী সুইটি বেগম বলেন, প্রতিপক্ষ নুর আমীন তার আপন চাচা শ্বশুর। আমার স্বামী অন্যায়ের প্রতিবাদ করায় চাচা শ্বশুর আমাদের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরী করে। আর প্রতিবাদ করায় চাচা শ্বশুর ও তার ছেলেরা লাঠি দিয়ে আমার স্বামীর মাথায়, মুখে, হাত-পা সহ শরীরের বিভিন্ন স্থানে মারপিট করেছে। গুরুত্বর আহত অবস্থায় আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বুধবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ত্রী সুইটি বেগম বলেন, যারা আমার স্বামীর উপর অন্যায়ভাবে হামলা করেছে তাদের দৃষ্ঠান্তমুলক বিচার দাবী করছি।

তবে অভিযুক্ত প্রতিপক্ষ নুর আমীন বলেন, তার বড় ভাইয়ের ছেলে আল আমীন। সে একটু বেয়াদব টাইপের পরিবারের বড়দের সম্মান করে না। আল আমীন সবসময় তুচ্ছ ঘটনাকে বড়াবাড়ি করার চেষ্টা করে। এজন্য তার চলাচলের রাস্তায় খুটি পুতে দেওয়া হয়েছে। আর বাড়ীর ছেলেকে মারপিটের মাধ্যমে শাসন করলে দোষ কোথায়। তবে বিচারের নামে টাকা দাবীর বিষয়টি ঠিক নয়।

কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবর রহমান মন্ডল বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ করেছে ব্যবসায়ী আল আমিন। তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন, স্থানীয়দের ভাষ্য মতে মুলত বিচারের নামে অন্যায়ভাবে টাকা দাবীর ঘটনাকে কেন্দ্র আল আমিনকে মারপিট ও চলাচলের রাস্তা বন্ধ করে দেয় প্রতিপক্ষ সাবেক মেম্বার নুর আমিন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth