গোবিন্দগঞ্জে সরদার হাট হাইস্কুলে স্কাউটস্’র উদ্দ্যোগে তালবীজ রোপণ আালোচনা সভা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ স্কাউটস্ এর উদ্দ্যোগে আলোচনা সভা ও তালবীজ রোপণ কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার উপজেলার সরদার হাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখা আয়োজিত এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী সাজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মামুনুর রশিদ, এল.টি ও মুক্ত স্কাউট দলের সভাপতি নকুল চন্দ্র রায়, সহ-সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আইয়ুব হোসেন, স্কাউটসের গাইবান্ধা জেলা রোভারের সহ-সভাপতি গোলাম মোস্তফা, উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ময়নুল হক সরকার বি.এস.সি , ছয়ঘড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক হামিদুর রহমান, অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শামছুজ্জোহা সরকার বি.এস.সি, অবসরপ্রাপ্ত শিক্ষক নূরুন্নবী প্রধান, শাহজান আলী প্রমূখ। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছানোয়ারা খাতুন,পবিত্র গীতা থেকে পাঠ করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী অর্পিতা রাণী এবং প্রার্থনা সঙ্গীত পরিবেশন করে মাহিন ও তার দল।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মরহুম রাসেলের বিদেহী আত্মার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের মাঝে মাদক বিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।