২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল অবশেষে সেনা পরিচালক নিয়োগ

আমাদের প্রতিদিন
4 weeks ago
75


নিজস্ব প্রতিবেদক:

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে অন্তবর্তীকালীন  সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক করা হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সেনাবাহিনীর পরিচালক পেল উত্তরের এই হাসপাতালটি।

এদিকে দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অন্তবর্তীকালীন  সরকার উত্তরের সাধারণ মানুষের উন্নত চিকিৎসার ভরসাস্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে পরিচালক নিয়োগ দেয়ার উদ্যাগকে সাধুবাদ জানিয়েছে রংপুরবাসী। এতে রোগীরা-স্বজনরাও স্বস্তি প্রকাশ করেছেন।

তারা অতিদ্রুত হাসপাতালটিকে দালাল ও সিন্ডিকেটমুক্ত করার দাবি জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth