রংপুর নগরীতে সাংবাদিকের মটর সাইকেল চুরি
মহানগর প্রতিবেদক:
রংপুর নগরীতে বসত বাড়ির গেইটের তালা ভেঙ্গে মটরসাইকেলটি চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় সাংবাদিক জাহাঙ্গীর আলম বাদল বাদি হয়ে হাজিরহাট মেট্রোপলিটন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, রংপুর মহানগরীর হাজিরহাট থানার রনন্ডিপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে আরটিভি রংপুর বিভাগীয় প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদল (৩৯) গত বুধবার রাতে তার বর্তমান ঠিকানার বসতবাড়ির বারান্দায় রেজি নং- রংপুর মেট্রো-ল-১১-১৮৭৯ নামীয় পালসার ডাবল ডিক্স-১৫০ সিসি মটরসাইকেলটি রেখে রাতের খাওয়া দাওয়া করে শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। যার আনুমানিক মূল্য এক লক্ষ আশি হাজার) টাকা মাত্র। পরে ভোররাতে নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে দেখেন সেখানে মটর সাইকেলটি নেই। পরে দেখতে পান বসত বাড়ির গেইটের তালা ভাঙ্গা। এর স্থানীয়ভাবে ব্যাপক খোঁজাখুজি করেও মটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়নি। এসময় স্থানীয় রোকশানা বেগম, রতন মিয়াসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। পরে তিনি এবিষয়ে হাজিরহাট মেট্রোপলিটন থানায় অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে জাহাঙ্গীর আলম জানান, গত বুধবার রাতে তার বর্তমান ঠিকানার বসতবাড়ির বারান্দায় রেজি নং- রংপুর মেট্রো-ল-১১-১৮৭৯ নামীয় পালসার ডাবল ডিক্স-১৫০ সিসি মটরসাইকেলটি বাড়ির বারান্দায় রাখা ছিল। ভোরে দেখেন নাই। তিনি থানায় অভিযোগ দিয়েছেন। দ্রুত উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
পুলিশ জানিয়েছে, তারা অভিযোগ পেয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।