দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাসনাত আব্দুল্লাহ
ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারো মাথাচারা দিচ্ছে
দিনাজপুর প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারো মাথাচারা দিচ্ছে। অনেকে আবার গোপনে থেকে ভিডিও বার্তা দিচ্ছেন। তারা যদি আবারো মাঠে নামে সর্বপ্রথম টার্গেট করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। হাসনাত আরো বলেন, বিগত দিনে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক রাজনীতিতে জড়িয়ে পড়তেন। তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ পুজি করে নিজেদের ক্যারিয়ার নির্মান বা প্রমোশন বানিজ্যে অন্তর্ভূক্ত না হওয়ার জন্য শিক্ষকদের অনুরোধ জানান।
দিনাজপুর হাজী মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে জুলাই বিপ্লবকে সমুন্নত রাখতে এবং রাষ্ট্র পুনর্গঠনে বিপ্লবী ছাত্রজনতার করণীয় শীর্ষক “ছাত্র সমাবেশে” অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।
একই অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেন, নেতৃত্ব তৈরীর জন্য ছাত্র সংসদ চালু করতে হবে। প্রতি বছর ছাত্র সংসদের নির্বাচন করলেই কেবল সুষ্ঠু নেতৃত্ব তৈরী সম্ভব। তিনি বলেন, যখন দলীয় লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতি হয়, সেই সময় যদি কাউকে নেতা মনোনয়ন দেয়া হয়। ওই নির্দিষ্ট নেতার মাথায় একটি জিনিষই থাকে-যে আমাকে নেতা বানিয়েছে, তাকে কিভাবে সন্তুষ্ট করা যায়। তখন ছাত্রদের স্বার্থকে তারা প্রাধান্য দেয় না। এ জন্য ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব তৈরীর গুরুত্বারোপ করেন তিনি। কারণ ছাত্রদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি ছাত্রদের কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ। সারজিস আলম বলেন, আমরা ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সহযোদ্ধা। তাহলে কেন আমাদের সহযোদ্ধাদের মধ্যে শো-ডাউন দেয়ার মনমানসিকতা থাকবে। বিগত ১৬ বছরে এই শো-ডাউন কারা দিয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে যদি আমাদের পায়ে হেটে চলার মানসিকতা না থাকে, যদি শো-ডাউন দিয়ে চলতে হয়, তাহলে আমি যাদের সাধারণ শিক্ষার্থী বলি-আমি কি তাদের কাতারে আছি? আমি যদি সাধারন শিক্ষার্থীদের কাতারে না থাকতে পারি, তাহলে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়ার নৈতিক অধিকার আমার থাকতে পারে না। আমরা আমাদের প্রতিনিধি তৈরী করবো, নেতা তৈরী করবো না। বিগত ১৬ বছরে কেউ যখন নেতা হয়ে উঠেছে, তার পা আর মাটি স্পর্শ করেনি। আমরা আমাদের ওই সকল নেতা চাই না, যাদের পা মাটিতে পড়েনা।
ছাত্র সমাবেশ এছাড়াও উপস্থিত ছিলেন, সমন্বয়ক তারিকুল ইসলাম, আবু সাঈদসহ অন্যান্যরা।