২৮ আষাঢ়, ১৪৩২ - ১২ জুলাই, ২০২৫ - 12 July, 2025

তারাগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

আমাদের প্রতিদিন
8 months ago
181


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে মাইক্রোবাস- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাজেদুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় গুরুত্বর আহত হয়েছে মোটরসাইকেলের আরেক আরোহী ফারুক হোসেন। গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯ টর দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলা চত্বরে পাশে ব্রাদার্স হিমাগার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর কাজীপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ধান ব্যবসায়ী মাজেদুল ইসলাম (৪৫) তারাগঞ্জ বাজার থেকে ব্যবসার কাজ শেষে রাত সাড়ে ৯টার দিকে পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলার পলাশবাড়ী গ্রামের বাসিন্দা বন্ধু ফারুক হোসেনকে তার মোটরসাইকেলের পিছনে বসিয়ে রংপুর-দিনাজপুর মহাসড়ক হয়ে বাড়িতে ফিরছিলেন। পথে রাত সাড়ে ৯টার দিকে উপজেলা চত্বরের পাশেই ব্রাদার্স হিমাগারের কাছাকাছি পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী (ঢাকা মেট্রো-চ ১৫-২৯০৭) সাদা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই ধান ব্যবসাযী মাজেদুল ইসলাম মারা যায়। এ সময় গুরুতর আহত হন মাজেদুলের বন্ধু ফারুক হোসেন। পরে স্থানীয় লোকজন মোটরসাইকেল আরোহী দুজনকে স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মাজেদুল ইসলামকে মৃত ঘোষনা করেন। এবং আহত ফারুক হোসেনকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন  বিষয়টি নিশ্চিত করেন তারাগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে এর দায়িত্বরত চিকিৎসক মেডিকেল অফিসার ফিদা তাফসিয়া নোভা।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি খান শরীফুল ইসলাম বলেন, সড়ক দূর্ঘটনায় মেটারসাইকেল চালক ধান ব্যবসায়ী মাজেদুল নামের একজন মারা গেছেন। আরেক আরোহী ফারুক আহত হয়েচেন। লাশ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুমড়ে-মচড়ে যাওয়া মাইক্রোবাস ও মোটরসাইকেল  উদ্ধার করা হয়েছে।    

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth