২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

রংপুরে জোহার নেতৃত্বে জেলা ছাত্রদলের র‌্যালী

আমাদের প্রতিদিন
4 weeks ago
215


নিজস্ব প্রতিবেদক:

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুর নগরীতে বর্নাঢ্য র‌্যালী ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

আজ (০৭ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রদলের আহবায়ক শরীফ নেওয়াজ জোহার নেতৃত্বে¡ জেলা ছাত্রদলের  নেতাকর্মীরা এই কর্মসূচীতে অংশ নেয়। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর  কাচারী বাজার জিলা স্কুলে  গিয়ে জেলা ও মহানগর বিএনপির সমাবেশে মিলিত হয়।

এর আগে জেলা ছাত্রদলের বিভিন্ন উপজেলা ও পৌরসভা-ইউনিয়নের নেতাকর্মীরা নগরীতে জড়ো হয়। পরে তারা জেলা  আহবায়ক শরীফ নেওয়াজ জোহার  নেতৃত্বে বিএনপির মিছিলে অংশ নেয়। এসময় জেলার যুগ্ম আহবায়কবৃন্দ, উপজেলা ও পৌরসভা, ইউনিয়নের নেতৃবৃন্দ অংশ নেয়। এসময়  জেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth