গঙ্গাচড়ায় ডিবি'র পৃথক দু'টি অভিযানে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আটক-৩
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুর জেলা ডিবির পৃথক অভিযানে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি আটক হয়েছে।
আটক মাদক কারবারিরা হলেন লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার গোড়ল গ্রামের মৃত হানিফ উদ্দিন এর ছেলে মশিয়ার রহমান দোলন (৪৪), মোজাম্মেল হকের মেয়ে মোরশেদা বেগম (২২) ও গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত ফুল মিয়ার ফেলে আমিনুর ইসলাম (৩৫)।
রংপুর জেলা ডিবি সূত্রে জানা যায় শুক্রবার সকাল দশটার দিকে লালমনিরহাট জেলার কাকিনা বাজারের দিক থেকে মশিয়ার ও মোরশেদা অটো যোগে এবং আমিনুল ইসলাম বেলা আনুমানিক তিনটার দিকে
সিএনজি যোগে রংপুর শহরের দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদে রংপুর জেলা ডিবি'র এসআই ভবদীশ চন্দ্র সঙ্গীয় অফিসার ফোর্সসহ মশিয়ার রহমান দোলন ও মোরশেদা বেগমকে এবং রংপুর জেলা ডিবি'র পুলিশ পরিদর্শক আবু মোঃ সিদ্দিকুজ্জামান এঁর নেতৃত্বে এসআই মোঃ সাহানুর আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ আমিনুর ইসলামকে গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলি এলাকা থেকে আটক করে। এসময় মোরশেদা বেগমের ভ্যানিটি ব্যাগের ভিতর সাদা পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ০১ (এক) কেজি গাঁজা এবং আমিনুর ইসলামের ব্যাগের ভিতর ০২ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গঙ্গাচড়া মডেল থানায় দায়িত্বে থাকা ডিউটি অফিসার এস আই নাহার বানু বলেন আটককৃতদের মাদক আইনের মামলায় কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।