পুকুর থেকে বালু উত্তোলন হুমকির মুখে আশ্রয়ণ প্রকল্পের ঘর
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি :
রংপুরের পীরগঞ্জে মালিকানা পুকুর থেকে বালু উত্তোলন আশ্রয়ণ প্রকল্পের ঘর হুমকির মুখে। সরকারি বিলের পাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রকল্পের বাসিন্দাদের অভিযোগ।
পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়ন সোনাতলা গ্রামের অবস্থিত সোনাভরি বিল, প্রতিবারই এই জলমহাল লিজ প্রদান করা হয় এবং এখান থেকে সরকারের কোষাগারে মোটা অংকের টাকা জমা হয়ে থাকে । গত বছর বিলটি সরকারি ভাবে পাড় নির্মাণ এবং খনন করা হয়েছে।
বিলটির পাশে সরকারি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে নবনির্মিত ১০ টি ঘর নির্মান করা হয়েছে। অসহায় পরিবারের লোকজনরা উক্ত আশ্রয়ণ প্রকল্পে ঘরগুলোতে বসবাস করছে।
প্রকল্পের বাসিন্দাদের অভিযোগ বিলের পাড় ঘেষে সোনাতলা গ্রামের আব্দুল লতিফ (বাদশা) মিয়ার ছেলে প্রভাবশালী বকুল মিয়া পুকুর বানিয়ে মাছের চাষ করছে। সরকারি বিলের পাড় ব্যবহার করে পুকুর স্থাপন করেছেন তিনি। সেই পুকুর থেকে স্যালো মেশিন দিয়ে দিনরাত বালু উত্তোলন করে আসছে। এতে করে হুমকির মুখে পরেছে বিলের পাড় এবং প্রকল্পের ঘরসহ রাস্তাঘাট।
উল্লেখ গত দুই সপ্তাহ আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বালু উত্তোলনের বিষয়টি অবগত করলে চতরা ইউনিয়ন সহকারী
ভুমি অফিসার (তহশিলদার) সরেজমিনে খোঁজ নিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেয়।
স্থানীয়রা জানান, বালু উত্তোলন কাজ বন্ধ না করলে সরকারি ঘর পুকুরের পাড় ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বিলের পাড় ভেঙে যেতে পারে। সময়মতো বালু কারবারির কাজ বন্ধ না করা হলে হুমকির মুখে থাকবে বিল এবং ঘর।
দুই সপ্তাহের মাথায় আবারো রাতের অন্ধকারে বালু উত্তোলনের কারবার চালিয়ে যাচ্ছে প্রভাবশালী বকুল মিয়া। তার বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে পারছেনা প্রকল্পের বাসিন্দারা। বালু উত্তোলন বন্ধের জন্য আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।