পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ ব্যক্তির মৃত্যু
পীরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে জাতীয় মহাসড়কের জামতলা নামক স্থানে ১ ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ (০৯ নভেম্বর) শনিবার সকালে সেনাবাহিনীর গাড়ির সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি রংপুরের হাজির হাট উত্তম পূর্ব পাড়ার শ্রী রাজেন্দ্র কুমার দের ছেলে রতন কুমার দে (৪০) বলে জানাযায়।
পুলিশ জানায়, পীরগঞ্জ থানাধীন পিন্টু ডাক্তারের নতুন ক্লিনিক আসার পথে রংপুর হইতে বগুড়াগামী সেনাবাহিনীর বাস যাহার নং ৫৭৫-২৯-০২৬৬ ধাক্কা দিলে মাথায় এবং বুকে আঘাত পায়। স্থানীয়রা রতন কুমার কে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য ভর্তি করেন এবং চিকিৎসা অবস্থায় তার মৃত্যু হয়।