গঙ্গাচড়ায় মোটরসাইকেল চুরি
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি সাজু মিয়া লাল এর বাড়ি থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতের যে কোন সময় গঙ্গাচড়া ইউনিয়নের ভুটকা গ্রামের নিজ বাড়ি থেকে তার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে সাংবাদিক সাজু মিয়া লাল তার মোটরসাইকেলটি ঘরের বারান্দায় রেখে শয়ন ঘরে ঘুমোতে যান। রাত সাড়ে তিনটার দিকে
ঘুম ভেঙ্গে ঘরের বাইরে এসে তিনি দেখেন
তার ব্যক্তিগত টিভিএস ১২৫ সিসি (রাইডার) ব্লু কালার মোটরসাইকেলটি বারান্দার তালা ভেঙ্গে কে বা কাহারা নিয়ে গেছে।
সাজু মিয়া লাল ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্প্রতি এ উপজেলায় মোটরসাইকেল,গরু, দোকান, বাড়ি চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে।
পর্যাপ্ত সিকিউরিটি থাকা সত্বেও আমার বাড়ি থেকে এ ভাবে চুরির ঘটনায় চরম ভাবে বিব্রত বোধ করছি। এটা কোন ভাবেই মেনে নিতে পারছি না।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান জানান, মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান অব্যহত রয়েছে।