রংপুর মহানগর এবি পার্টিতে যোগদান ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক:
রংপুর মহানগর এবি পার্টির আয়োজনে নতুন সদস্যদের যোগদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সন্ধায় নগরীর কামারপাড়া কোচ স্টান্ড সংলগ্ন এবি পার্টির কার্যালয়ে আলোচনা সভায় এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর মহানগর শাখার যুগ্ম আহবায়ক অধ্যাপক গোলজার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এবি পার্টি রংপুর মহানগর শাখার যুগ্ম আহবায়ক মোঃ সাগর পাটোয়ারী, এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর মহানগর শাখার সদস্য সচিব মোঃ মাহবুবার রহমান মাহাবুব, এবি পার্টি রংপুর মহানগর শাখার উপদেষ্টা মোঃ এমদাদুল হক, মহানগর তাজহাট থানার ফজলুল হক ও হাদীউজ্জামান হাদী, ৩২ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন। আনুষ্ঠানে আলোচনা শেষে যোগদানকারী সদস্য ডাঃ মোঃ মাহফুজুর রহমান মনির, মোঃ রেজওয়ানুল বারী, ইকবাল হোসেন এর নেতৃতে মোট ৩০ জন্য সদস্য ফরম সংগ্রহ করেন ও কেন্দ্রীয় নেতাদের হাতে ফুলদিয়ে রংপুর মহানগর এবি পার্টিতে যোগদান করেন।