১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৪ ডিসেম্বর, ২০২৪ - 04 December, 2024

লালমনিরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

আমাদের প্রতিদিন
3 weeks ago
49


লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের হাতীবান্ধা আইডিয়ার ক্যাডেট স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (০৯ নভেম্বর) শনিবার স্কুল মাঠে কৃতি শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেয়া হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি-র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। সংবর্ধনা অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলা বিএনপি-র আহবায়ক মোশারফ হোসেন। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, হাতীবান্ধা এস এস উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান জুয়েল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি-র সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন-নবী, বিএনপি-র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম ও শফিউল আলম বাবুল। বক্তব্য রাখেন, স্কুলের পরিচালক গোলজার খান ও দৈনিক মানবকন্ঠ-র লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজু। অনুষ্ঠানে প্রধান অতিথি শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাত নগদ অর্থ, সনদ পত্র ও ক্রেস তুলে দেয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth