ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকবো --ডাঃ জাহিদ হোসেন
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
আন্দোলনে ছিলাম, আন্দোলনে আছি। জনগণের ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকবো। বিরামপুর পাইলট হাইস্কুল চত্বরে বিরামপুর উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সম্মেলনে প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বক্তৃতায় উপরোক্ত কথা বলেছেন।
বিরামপুর পাইলট হাইস্কুল চত্বরে গতকাল শনিবার (৯ নভেম্বর) বিকাল ৫টায় পৌর বিএনপি’র সভাপতি হুমায়ন কবীরের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ও মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জোবয়াদুর রহমান জুয়েল,উপজেলা যুবদলের সদস্য সচিব এ্যাড. মিঞা শিরন আলম, পৌর যুবদলের আহŸায়ক জীবন চৌধুরী শাহীন, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, ৫ নং বিনাইল ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মকবুল হোসেন ২নং কাটলা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন জয়েল, দুলাল হোসেন প্রমুখ।