৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

নাগেশ্বরীতে সাবেক কাউন্সিলের মরদেহ উদ্ধার

আমাদের প্রতিদিন
7 months ago
157


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মো. আব্দুল হাই (৪৬) নামের এক সাবেক কাউন্সিলরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ  রোববার (১০ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। নিহত আবু তালেব নাগেশ্বরী পৌরসভার বানুর খামার পায়রাডাঙা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, আব্দুল হাই দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও  ঋণগ্রস্থ ছিলেন এবং তার নামে একটি চেকের মামলা ছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরকম নানা কারণে মানসিক চাপে রাতে কোন এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। পরে সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth