২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

রংপুরে রিটায়ার্ড আর্মস ফোর্সেস জুনিয়র কমিশন্ড অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

আমাদের প্রতিদিন
3 weeks ago
34


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে রিটায়ার্ড আর্মস ফোর্সেস জুনিয়র কমিশন্ড অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাজওয়া) এর মোড়ক উম্মোচন।গত শনিবার রাতে  নগরীর ধাপ চেকপোস্ট এলাকার আর্মি মেডিকেল কলেজ শপিং কমপ্লেক্সের রয়্যালিটি লাউঞ্জে ফিতা ও কেক কেঁটে সংগঠনের মোড়ক উম্মোচন করা হয়।

রাজওয়ার রংপুর জেলা সভাপতি অবসরপ্রাপ্ত অনারারী ক্যাপ্টেন এস এম মতিউর রহমান সাহেবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অনারারী লেফটেন্যান্ট  আব্দুস সালাম।সংগঠনের প্রেষণা মূলক বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি অনানারী ক্যাপ্টেন মোঃ শফিকুল ইসলাম এবং লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র ওয়ারেন্ট অফিসার খন্দকার বদরুল আলম-সহ অন্যান্য সদস্যগণ।

সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আফজাল সাহেব সহ ১৮৮ জন অবসরপ্রাপ্ত জুনিয়র কমিশন অফিসার সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজওয়ার মাধ্যমে প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত জুনিয়র কমিশন্ড অফিসারগণ একত্রিত হয়ে নিজেদের জীবনমান উন্নয়নসহ দেশের দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাবে।

সংগঠনটি পুরো দেশের রিটায়ার্ড আমর্ড ফোর্সেস জুনিয়র কমিশন্ড অফিসারদের একত্রিত করতে কাজ করে যাচ্ছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth