কুড়িগ্রামে অপহরণ ও চাঁদাবাজির মামলায় তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর গ্রেপ্তার
কুড়িগ্রাম ও উলিপুর প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান কে(৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে তবকপুর বামনেরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি জিল্লুর রহমান।
ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান তবকপুর মণ্ডলপাড়া গ্রামের মফিজল হকের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন বলে জানাযায়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, বিএনপির কর্মী মমিনুল এর দায়ের করা (উলিপুর থানার জিআর মামলা নং-৩২৩%২৪) অপহরণ ও চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিকালে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে আসামী কে জেল হাজতে প্রেরণ করা হয়। তিনি আরো জানান, এই মামলার ২নং আসামী এবং উলিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানাকে রোববার এই মামলায় শোন এ্যারেস্ট দেখানো হয়। তিনি গত ২৭ অক্টোবর কুড়িগ্রাম সদর থানা পুলিশের হাতে গ্রেফতার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায়। রোববার পুলিশ উলিপুর থানার অপহরণ ও চাঁদাবাজি মামলায় শোন এ্যারেষ্ট এর আবেদন করলে বিজ্ঞ বিচারক মজনু মিয়া তা মঞ্জুর করেন। এ মামলায় ৯১ জন আসামির মধ্যে এখন পর্যন্ত গ্রেফতার ২ জন। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।